হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান শুরু

জাতীয় ডেস্ক :

অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় চার দিনব্যাপী অভিযান শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

অভিযানের শুরুতে সোমবার (২৯ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে একাধিক ক্লিনিক হাসপাতালে অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।

অভিযান চলাকালে কোনো ধরনের অনুমোদন না থাকায় শহরের খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এছাড়া কমিশনের অনুমোদন না থাকায় শহরের সদর হাসপাতালের বিপরীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নামে একটি প্রতিষ্ঠানের এক্স-রে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগের অভিযান পরিচালনা করা হচ্ছে। তা আগামী চার দিন নিয়মিত চলবে। সে সব প্রতিষ্ঠানের অনুমোদন নেই, সেগুলো সিলগালা করে বন্ধ করে দেয়া হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন