হোম জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় সালিসের টাকা না পেয়ে ইউপি কার্যালয় ভাঙচুর

জাতীয় ডেস্ক :

সালিশের রায়ের টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাজির ভূঁইয়া ওই ইউনিয়নের পশ্চিম ঘাটিয়ারা গ্রামের মৃত নান্নু ভূঁইয়ার ছেলে।

জানা যায়, নাজির ভূঁইয়া লেবানন ছিলেন। সেখান থাকার সময় ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে একই গ্রামের গিয়াস উদ্দিনের কাছে টাকা পাওনা ছিল।

সম্প্রতি এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে সালিশ হয়। পরে সালিশে দুই লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসা করা হয়। সালিশে রায়ের টাকা চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লার মাধ্যমে নাজির ভূঁইয়াকে সোমবার (২৫ এপ্রিল) দেওয়ার কথা ছিল।

এরই মধ্যে রোববার বেলা ১২টার দিকে নাজির ভূঁইয়া হাতে বাঁশ ও মাথায় হেলমেট পরে চেয়ারম্যানের কক্ষে ঢোকেন। এরপর কম্পিউটার কক্ষ, ইউপি সচিবের কক্ষ, চেয়ারম্যানের কক্ষ ভাঙচুর করেন। পরে স্থানীয়রা নাজির ভূঁইয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এদিকে ইউনিয়ন পরিষদে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেন। এসময় তিনি জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা জানান, কেন তিনি ইউনিয়ন পরিষদে হামলা, ভাঙচুর করলেন তা বুঝে উঠতে পারছি না। তার মনে হয় মানসিক সমস্যা থাকতে পারে। সালিশে রায়ে পাওয়া টাকা আমার কাছে গচ্ছিত আছে। আগামীকাল সেই টাকা তাকে দেওয়ার কথা ছিল। এরই মধ্যে এমন কাণ্ড ঘটায় প্রবাসী নাজির।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন