হোম আন্তর্জাতিক ব্রাজিলে ঐতিহ্যবাহী বার্ষিক কার্নিভাল

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী কার্নিভাল। করোনার কারণে পিছিয়ে যাওয়া অনুষ্ঠানটিতে আনন্দের নেই কোনো কমতি। নেচে- গেয়ে, দলে দলে সবাই ভিড় করছে সাম্বাড্রোম প্যারেডে। খবর রয়টার্সের।

কার্নিভালে উপস্থিত সবাই এদিন সেজেছিল রং বেরঙের পোশাকে। যেগুলোর কোনোটায় রয়েছে পালকের সংযুক্তি তো কোনোটায় আবার জরির ছড়াছড়ি। কারো মাথায় টুপি, কারো হাতে ইন্সট্রুমেন্ট তো কারো আবার পতাকার খুঁটি। সব মিলিয়ে সাজ সাজ রব রয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নেচে, গেয়ে, হই-হুল্লোড় করে সবাই মিলে ব্রাজিলের সাম্বাড্রোম প্যারেডে বার্ষিক কার্নিভাল উদযাপন করেছে। আয়োজনের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল দলে দলে প্রতিটি সাম্বা স্কুলের সাম্বাড্রোমে অংশগ্রহণ। অংশগ্রহণকারীদের ভেতরে কেউ সেজেছেন নৃত্যশিল্পী, কেউ বা আবার বাদ্যযন্ত্র বাদক। তবে করোনার কারণে হারিয়ে ফেলা বন্ধুদের স্মরণ করেন অনেকে।

একজন অংশগ্রহণকারী বলেন, কার্নিভালের দ্বিতীয় দিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাতে চাই। আমি চাই সবাই যাতে সব সময় ইতিবাচক মনোভাব পোষণ করে। করোনার কারণে অনেকেই আমাদের সঙ্গে নেই আজ তাদের ভীষণ মিস করছি।

আরো একজন অংশগ্রহণকারী বলেন, কার্নিভাল হচ্ছে পৃথিবীর অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান। যেখানে সবাই অনেক আনন্দ করে।

ব্রাজিলের ঐতিহ্যবাহী এ কার্নিভালটি প্রতি বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। তবে মহামারি করোনার কারণে চলতি বছর অনুষ্ঠানটির তারিখ পিছিয়ে ফেব্রুয়ারির পরিবর্তে এপ্রিলে নির্ধারণ করে স্থানীয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন