হোম খেলাধুলা ব্রডের নামে নামকরণ হচ্ছে ট্রেন্ট ব্রিজের প্যাভিলিয়ন এন্ড

স্পোর্টস ডেস্ক:

টেস্ট থেকে অবসর গ্রহণ করা স্টুয়ার্ট ব্রডের নামে নামকরণ করা হচ্ছে ট্রেন্ট ব্রিজের প্যাভিলিয়ন এন্ড। বিষয়টি নিশ্চিত করেছেন নটিংহ্যামশায়ারের চেয়ারম্যান অ্যান্ডি হান্ট। ট্রেন্ট ব্রিজ তাদের হোম গ্রাউন্ড।

ট্রেন্ট ব্রিজে টেস্ট ক্যারিয়ারের একমাত্র হ্যাটট্রিকটি করেছিলেন ব্রড। ভারতের বিপক্ষে ২০১১ সালে টানা তিন বলে তিন উইকেট নিয়েছিলেন তিনি। তাছাড়া এ মাঠেই ১৫ রানের বিনিময়ে ৮ উইকেট শিকার করেছিলেন এ পেসার। সে কারণেই মূলত ট্রেন্ট ব্রিজে ব্রুডের নাম যুক্ত হচ্ছে।

এবারের অ্যাশেজ সিরিজ শেষে অবসর নেন ব্রড। টেস্ট ইতিহাসে দ্বিতীয় পেসার হিসেবে তিনি স্পর্শ করেছেন ৬০০ উইকেটের মাইলফলক। টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ উইকেটের মালিক ব্রড। পেসারদের মধ্যে শুধু সতীর্থ জেমস অ্যান্ডারসনই তার চেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক। গত সপ্তাহে ওল্ড ট্রাফোর্ড টেস্টেই তিনি ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন। বর্তমানে তিনি ৬০৪ টেস্ট উইকেটের মালিক।

সব মিলিয়ে ১৬৭ টেস্টে ২৭ এর বেশি গড়ে ৬০৪ উইকেট শিকার করেছেন ব্রড। ২০ বার নিয়েছেন ইনিংসে পাঁচ উইকেট ও ৩ বার ম্যাচে ১০ উইকেট। ব্যাট হাতেও টেস্টে বেশ সফল তিনি। টেস্টে ১ সেঞ্চুরি ও ১৩ অর্ধশতকসহ ১৮ গড়ে ৩৬৫৬ রানের মালিক ব্রড।

টেস্ট বাদেও ১২১টি ওয়ানডেতে ১৭৮টি উইকেট শিকার করেছেন ব্রড। এছাড়া ৫৬টি-টোয়েন্টিতে ২২.৯৩ গড়ে ৬৫ উইকেট আছে তার ঝুলিতে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে টানা ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের যুবরাজ সিং।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন