হোম রাজনীতি ব্যারিস্টার সুমনকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’ ‘ফেসবুক এমপি’

ব্যারিস্টার সুমনকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’ ‘ফেসবুক এমপি’

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নির্বাচনের সময় আমার সঙ্গে যারা কাজ করেছে, তারা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কমপক্ষে ১ হাজার ডলার কামিয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি বলেন, ‘আমাকে বলা হয় ‘ফেসবুক প্রোডাক্ট’, ‘ফেসবুক এমপি’। আমি যদি ফেসবুক প্রোডাক্ট হই, তবে শেখ হাসিনার প্রোডাক্টও। কারণ ফেসবুক, ইন্টারনেট এসব তো শেখ হাসিনার কল্যাণেই হয়েছে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় ডিসিপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা।

প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন এমপি আবু জাহির, ব্যারিস্টার সুমন ও ময়েজ উদ্দিন শরীফ। স্থানীয় তরুণদের শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে এ সমাবেশের আয়োজন করেন ব্যারিস্টার সুমন।

সমাবেশে তরুণদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন ব্যারিস্টার সাইদুল হক সুমন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের’ প্রতিষ্ঠাতা ইকবাল বাহার, ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির, তৌহিদ আফ্রিদি, গায়ক তাসরিফ খান, ভিডিও ব্লগার সোলায়মান সুখন এবং সাংবাদিক ফারাবি হাফিজ।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সচেতনতা বাড়ানোর জন্য আমরা ডিজিটাল সেন্টার তৈরির জন্য কাজ করছি, যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা তৈরি করতে পারি। আমরা প্রযুক্তিগত ব্যবহারের সক্ষমতা তৈরি করতে চাই, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমের যে অপব্যবহার ও অপরাধ হচ্ছে তা প্রতিরোধ করতে পারি। সাইবার অ্যাক্ট আইনের বাস্তবায়ন করতে পারি। বিভিন্ন দেশের সঙ্গে সাইবার অ্যাক্ট নিয়ে কাজ করছি। পরে জেলার ২৬০ তরুণী উদ্যোক্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন