হোম খেলাধুলা ব্যাট-বল ধরেছেন কখনো, প্রশ্ন প্রধানমন্ত্রীর

খেলাধূলা ডেস্ক :

মরুর বুকে অনেক স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু সুপার টুয়েলভে টানা পাঁচ ম্যাচে হেরে বিশ্বকাপে হারের দিক থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে মাহমুদউল্লাহ বাহিনী।

এদিকে, টাইগারদের এমন পারফরম্যান্সের পর হতাশার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ নভেম্বর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি নিয়ে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলা দেখে আপনারা এত হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তারা চমৎকার খেলেছে।’

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে শেখ হাসিনা আরও বলেন, ‘ক্রিকেট খেলছেন কখনো, মাঠে গেছেন কখনো? ব্যাট-বল ধরেছেন? ধরেননি। সেজন্য জানেন না। সবসময় যে ব্যাটে-বটে লাগবে, আর ছক্কা হবে এটা সবসময় সব অঙ্কে মেলে না।

প্রধানমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি। তবে এজন্য আমি আমাদের ছেলেদের নিয়ে কখনো হতাশা প্রকাশ করি না। আমি বলি আরও ভালো খেলো। আরও মনোযোগী হও এবং প্র্যাকটিস করো।’

খারাপ খেলার কারণ হিসেবে তিনি বলেন, একে তো করোনার কারণে তারা ঠিকমতো অনুশীলন করতে পারেনি, তারপরেও যে বিশ্বকাপে খেলেছে এবং কয়েকটি দেশকে হারাতে পেরেছে এটাই তো বড় কথা। আমি চাচ্ছি তাদের কীভাবে আরও বেশি জয়ী করানো যায়।’

তিনি বলেন, কথায় কথায় এত হতাশ হওয়া ঠিক না। এটা আমাদের একটা রোগের মতো হয়ে গেছে যে, একটুতেই হতাশ, আবার একটুতেই উৎফুল্ল। এটা ঠিক না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন