হোম রাজনীতি ব্যাংক ঋণ ইস্যু, বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা নেই

ব্যাংক ঋণ ইস্যু, বিএনপি প্রার্থীর নির্বাচনে বাধা নেই

কর্তৃক Editor
০ মন্তব্য 55 ভিউজ

নিউজ ডেস্ক:
ব্যাংক ঋণসংক্রান্ত অভিযোগে বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের মনোনয়ন বাতিল চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। এতে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনি বাধা নেই। রবিবার (১১ জানুয়ারি) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি বেসরকারি ব্যাংকের ঋণের বিষয়ে উচ্চ আদালত থেকে আগে থেকেই স্থগিতাদেশ (স্টে অর্ডার) নিয়েছিলেন কাজী রফিকুল ইসলাম। তবে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করলে আদালত কাজী রফিকের পক্ষে দেওয়া আগের আদেশটি স্থগিত করেছিলেন। আজ সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে ব্যাংক কর্তৃপক্ষের আবেদনটি খারিজ করে দেওয়া হয়। এতে কাজী রফিকের প্রার্থিতা পুনরায় বহাল হয়।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় কাজী রফিকুল ইসলাম বলেন, আইনি জটিলতা কেটে যাওয়ায় এলাকায় নির্বাচনী আমেজ ফিরে এসেছে। আমরা এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মাঠে কাজ শুরু করব। আমার বিরুদ্ধে বারবার অপপ্রচার চালানো হচ্ছে। সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে যেহেতু বৈধতা পেয়েছি, এখন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করব। শহীদ জিয়ার জন্মভূমিতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে চাই। আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে বগুড়া-১ আসনটি উপহার দিতে চাই।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন