স্পোর্টস ডেস্ক:
ইংল্যান্ডে কাউন্টি খেলতে গিয়ে বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে সাকিব আল হাসানের। পরবর্তীতে ইংল্যান্ডের লাফবোরো বিশ্ববিদ্যালয়, চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সের দুই জায়গাতে বোলিং শোধরানোর পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি। তাই আগামী এক বছর প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিব বোলিং করতে পারবেন না। তবে ব্যাটার হিসেবে খেলতে বাধা নেই। কিন্তু বোলিং করতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি বিবেচিত হতেন বলে জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ না দেওয়ার কারণ জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে, সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হওয়ায় এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলে টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে ১৫ জনের দলে জায়গা দিতে পারিনি।’
লিপু জানিয়েছেন, ওয়ানডে ফরম্যাটে সাকিবকে ব্যাটার হিসেবে একাদশে সুযোগ দেওয়া কঠিন। যদিও এই ফরম্যাটে সাকিব তার সর্বশেষ দশ ম্যাচে ৩০ গড়ের বেশি রান করেছেন। বিষয়টি জানাতেই লিপুর উত্তর, ‘পাবলিকলি, এত ওপেনলি একজন লিজেন্ডারি ক্রিকেটারকে কেন দলে রাখা গেলো না এটা আলোচনা করা ভালো কথা না। এই মুহূর্তে দলে যারা আছেন তারা এগিয়ে আছেন, ঘরোয়া ক্রিকেট খেলছেন, আস্থা সে কারণেই।’
শুধু কি অবৈধ বোলিং অ্যাকশনের কারণেই সাকিব নেই? নাকি রাজনৈতিক ইস্যুও ছিল এর পেছনে। এমন প্রশ্নে লিপু জানালেন, ‘বোর্ড সভাপতি বলেছেন কেউ রিটায়ার্ড না করলে বিবেচনায় থাকবে। বোলিং অ্যাকশনের পর আমরা অন্য কিছু নিয়ে দ্বিতীয়বার ভাবিনি। আমাদের প্ল্যানিংয়ে সাকিব না থাকার কারণেই সেই (রাজনৈতিক) ইস্যু নিয়ে কোনও আলোচনা হয়নি। আমাদের দলে থাকলে হয়তো বোর্ড থেকে আরও স্পষ্ট অবস্থান জানতে পারতাম। ’