হোম আন্তর্জাতিক বোনের পদোন্নতি লাভের পরই উনের মৃত্যুর গুজব!

বোনের পদোন্নতি লাভের পরই উনের মৃত্যুর গুজব!

কর্তৃক
০ মন্তব্য 162 ভিউজ

অনলাইন ডেস্ক:

সম্প্রতি বড় ধরনের পদোন্নতি পেয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং এর ছোট বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার শীর্ষ ১০ ক্ষমতাধর ব্যক্তির একজন হওয়ার মর্যাদা লাভ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বোনের পদোন্নতির পরই উনের মৃত্যুর গুজব ছড়িয়েছে।

গত ১৫ এপ্রিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাজির না হওয়ায় কিম জং উনের স্বাস্থ্য অবস্থা নিয়ে নানা গুঞ্জন চলছে। এমনকি তার মৃত্যুর গুজবও শোনা গেছে। উনকে নিয়ে এসব গুজব ওঠার পর থেকে মনযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তার বোন কিম ইয়ো জং। সাধারণত কিম ইয়োকে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে ভাই উনের পাশাপাশি থাকতে দেখা যায়। আয়োজনগুলোতে যেন কোনও ঝুট ঝামেলা না থাকে সে ব্যাপারেও তদারকি করে থাকেন তিনি।

আররিরাং নিউজের প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ক্ষমতাধর এ নারীকে সম্প্রতি পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পেয়ে আরেক ধাপ ক্ষমতাধর হয়েছেন তিনি। এখন থেকে কিম ইয়ো উত্তর কোরিয়ার নবম রাষ্ট্রীয় ক্ষমতাধর ব্যক্তি।

সেজং ইন্সটিটিউটের গবেষনা পরিকল্পনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট চিওং সিওং চ্যাং বলেন, দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানসহ অন্য রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে পারবেন কিম ইয়ো। এমনকি পলিটব্যুরোর প্রার্থী থেকে তাকে সরাসরি সদস্যে পরিণত করা হতে পারে।

দাদা কিম ইল সাং এর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উনের অনুপস্থিত থাকার ঘটনা নজিরবিহীন। আর সেকারণেই সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে তার শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ দানা বাঁধতে থাকে। ১৫ এপ্রিল থেকে এখন পর্যন্ত উনকে জনসমক্ষে দেখা যায়নি। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে দাবি করা হয়, কিম উনের হয় কার্ডিওভাস্কুলার সার্জারি হয়েছে অথবা তাকে করোনাভাইরাস থেকে দূরে রাখতে আইসোলেশনে রাখা হয়েছে। তবে উনের কার্ডিওভাস্কুলার সার্জারি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী কিম ইয়ন চোল। তার দাবি, প্রতিবেদনে যে হাসপাতালের নাম বলা হয়েছে সে হাসপাতালে এ ধরনের অস্ত্রোপচারের সক্ষমতাই নেই।

উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যোগাযোগের দিকটি দেখাশোনা করে থাকেন চোল। রবিবার (২৬ এপ্রিল) একটি রুদ্ধ দ্বার ফোরামে তিনি বলেন, ‘যতটুকু গোয়েন্দা তথ্য হাতে আছে তার ভিত্তিতে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি উত্তর কোরিয়ায় অস্বাভাবিক কিছু হওয়ার আলামত পাওয়া যায়নি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন