হোম অন্যান্যশিক্ষা বৈশ্বিক অর্থনৈতিক মন্দাতেও আমরা স্বস্তিতে আছি : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক:

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার চাপ সব দেশেই পড়েছে, তারপরও পৃথিবীর যে কোনও উন্নত দেশের তুলনায় বাংলাদেশ অনেক স্বস্তিতে আছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শেখ হাসিনার সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই এখনও ভালো আছি আমরা। স্বস্তিতে আছি বলেই আবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এএম ওয়াদুদ, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসানউল্লাহ।

মাসব্যাপি মুক্তিযুদ্ধের বিজয় মেলায় থাকছে স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, নাটকসহ মুক্তিযুদ্ধভিত্তিক অন্যান্য পরিবেশনা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন