হোম আন্তর্জাতিক বৈরিতার মধ্যেও একই নৌ মহড়ায় অংশ নিচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। তবে বৈরিতার পরও ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিতে যাচ্ছে দেশ দুটি। এরই মধ্যে বেইজিং এবং ওয়াশিংটন মহড়ায় অংশ নেয়ার জন্য নিজ নিজ যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

বিগত কয়েক বছর ধরেই ওয়াশিংটন এবং বেইজিং কূটনৈতিক, সামরিক, প্রযুক্তিগত এবং অর্থনৈতিক ফ্রন্টে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন সামরিক বাহিনী ক্রমবর্ধমান দৃঢ়তার সঙ্গে চীনকে মোকাবিলার জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টহল জোরদার করেছে। এমনকি সম্প্রতি তাইওয়ানের চারপাশে কয়েক দফা যুদ্ধ মহড়াও চালিয়েছে।

এরই মধ্যে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া মাল্টিল্যাটারাল নেভাল এক্সারসাইজ বা এমএনইকে-এ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এবং চীন। সোমবার (৫ জুন) শুরু হওয়া এই মহড়া চলবে বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত।

রোববার (৪ জুন) জাকার্তায় মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মার্কিন নৌবাহিনী মহড়ায় একটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে বলেছিল যে, ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আমন্ত্রণে তারা একটি ডেস্ট্রয়ার এবং একটি ফ্রিগেট পাঠাবে। ইন্দোনেশিয়ার দেয়া তথ্যানুসারে অস্ট্রেলিয়া এবং রাশিয়াও যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা বলেছেন যে, মহড়ায় ১৭টি বিদেশী জাহাজ জড়িত থাকবে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র আই মেড উইরা হ্যাডি এক বিবৃতিতে বলেছেন, ‘এমএনইকে একটি যুদ্ধ প্রস্তুতিবিহীন প্রশিক্ষণ যা এই অঞ্চলে সামুদ্রিক সহযোগিতাকে অগ্রাধিকার দেয়।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন