হোম অর্থ ও বাণিজ্য বেসিক ব্যাংকের বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাণিজ্য ডেস্ক:

ঋণ জালিয়াতির মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ ১৪৭ জনের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১২ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের সচিব মাহবুব হোসেন।

তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বেসিক ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ ১৪৫ টাকা আত্মসাতে ৫৯টি মামলা হয়। ৫ জন কর্মকর্তার তদন্ত শেষে, হাজার কোটি টাকার এই ঋণ জালিয়াতি ও আত্মসাতের ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যানসহ উচ্চ পদস্থ কর্মকর্তা, বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের মালিকদের যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার করে লাভবান হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

সচিব আরও জানান, দুর্নীতির ৫৯টি মামলায় বাচ্চুসহ ব্যাংকের ৪৬ জন কর্মকর্তা, ৫৪ ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ১০১ গ্রাহকের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ঋণ জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংক থেকে আত্মসাত হয় ২ হাজার ২৬৫ কোটি ৬৮ লাখ টাকা। ২০১৫ সালে চাঞ্চল্যকর এ ঘটনায় ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর তিনদিনে টানা ৫৯টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। শুরু হয় তদন্ত। আত্মসাতের ঘটনায় গ্রেফতার করা হয় ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে।

এর আগে ২০০৯ সালে বেসিক ব্যাংকের চেয়ারম্যান হওয়ার পর থেকে ২০১৩ সালের মার্চ পর্যন্ত আবদুল হাই বাচ্চু ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়। এর মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেয়ার বিষয়টি ধরা পড়ে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন