হোম আন্তর্জাতিক বেশি সময় কাজ করুন, নইলে চলে যান: ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

এবার টুইটার কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে বলেছেন ইলন মাস্ক। তা না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি। এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, কর্মীদের টিকে থাকতে হলে দীর্ঘ সময় কাজ করতে হবে বলে একটি ই-মেইল পাঠান মাস্ক। ই-মেইলে একটি লিংক যুক্ত করা ছিল। লিংকের ‘ইয়েস’ বাটনে তাদেরই ক্লিক করতে বলা হয়েছে যারা ‘নতুন’ টুইটারের নিয়ম মেনে থাকতে চান। ‘ইয়েস’ বাটনে ক্লিক করলে কর্মীরা একটি অনলাইন ফরমে প্রবেশ করছেন। যারা স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে তাদের উত্তর জানাবে না, তাঁদের ৩ মাসের জন্য কোম্পানি থেকে অব্যাহতি দেয়া হবে বলে জানান মাস্ক।

মাস্ক জানান, আমরা টুইটারের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য এই প্রতিযোগিতামূলক বিশ্বে সফল হওয়া। এ জন্য আমাদের কঠোর পরিশ্রমী হতে হবে।

তিনি আরও জানান, টুইটারকে সফল করতে হলে অত্যন্ত কঠোর মন-মানসিকতার হতে হবে। এমনকি শুধুমাত্র ব্যতিক্রমী কাজ দেখাতে পারলেই প্রতিষ্ঠানে টিকে থাকা যাবে বলেও জানান তিনি।

টুইটার কর্মীদের কাজে অসন্তুষ্ট ইলন মাস্ক সম্প্রতি কর্মীদের সঙ্গে ব্যক্তিগতভাবে ও প্রকাশ্যে বিবাদে জড়ান। এর সূত্র ধরে কর্মীদের চাকরিচ্যুত করার ঘটনাও ঘটেছে। সাম্প্রতিক ঘটনাগুলোর জেরেই টুইটারপ্রধান কর্মীদের ই-মেইলটি পাঠিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানটির মালিক বলেছেন, টুইটার কর্মীদের সপ্তাহে কমপক্ষে ৪০ ঘণ্টা অফিসে কাজ করতে হবে।

গত মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপর বিশ্বের শীর্ষ এই ধনী টুইটারের অর্ধেক কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে ঘোষণা দেন। মাস্ক আরও বলেছিলেন, কর্মী ছাঁটাই ছাড়া তার আর ‘কোনও বিকল্প নেই’; কারণ কোম্পানিটি প্রতিদিন ৪০ লাখ মার্কিন ডলার লোকসান দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন