হোম অর্থ ও বাণিজ্য বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক

বেলায়েতের পাশে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

গ্রীস ফেরত অসুস্থ বেলায়েত হোসেনের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাক।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) গালফ এয়ার (জিএফ-২৫০) বিমান যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রীস থেকে অবতরণ করেন গুরুতর অসুস্থ বাংলাদেশি কর্মী বেলায়েত হোসেন। বিমানবন্দরে বেলায়েতকে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

বাংলাদেশ দূতাবাস জানায়, গ্রীসে ব্রেইন স্ট্রোক করে বেলায়েত হোসেনের শরীরের এক পাস সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়। সেখানে চিকিৎসার ফলে কিছুটা সুস্থ হন কিন্তু প্যারলাইজড অংশ এখনও পুরোপুরি সুস্থ হয়নি।

ব্রেন স্ট্রোকে প্যারালাইজড অবস্থায় দেশে ফেরত আসা বেলায়েত হোসেনের পুনর্বাসন, উন্নত চিকিৎসা ও নিরাপদ আবাসনের জন্য বিমানবন্দর থেকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়নের কাছে হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ।

দেবব্রত ঘোষ জানান, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত ১৫ ফেব্রুয়ারি এথেন্সের হাসপাতাল থেকে রিলিজ নিয়ে আজ দেশে ফেরেন বেলায়েত হোসেন। সেখানে থাকা অবস্থায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছিলেন বেলায়েত। এতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা বাবদ ১ লক্ষ টাকা পাবেন।

পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে ভুক্তভোগীকে দীর্ঘমেয়াদি আবাসন চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রদান করা হবে বলেও জানা যায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ডেস্কের শিফট ইনচার্জ মু. আব্দুল হান্নান, প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র‍্যাকের অন্যান্য কর্মকর্তা, বেলায়েত হোসেনের পরিবারের সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন