হোম জাতীয় বেরোবিতে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, ৫ দফা দাবি

জাতীয় ডেস্ক :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উপাচার্যকে লিখিত অভিযোগসহ কর্মসূচি থেকে ৫ দফা দাবি জানায় তারা।

রোববার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক সংলগ্ন স্বাধীনতা স্মারক মাঠে স্মৃতিফলক ও গাছ কাটা স্থানের পাশে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, গত ১১ অক্টোবর দুপুরে বিজয় সড়ক পাশে থাকা স্বাধীনতা স্মারকের স্মৃতি ফলকে থাকা বড় একটি তেঁতুল গাছ কাটেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। এর প্রতিবাদে পরদিন স্মৃতি ফলকের পাশে সাদা কাপড়ের প্রতীকী কাফন পড়িয়ে দেয় কিছু শিক্ষার্থী। পরে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ ৫টি দফতরে লিখিত অভিযোগ দেন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, অপ্রাসঙ্গিকভাবে গাছ কাটার বিরুদ্ধে উপাচার্যসহ গুরুত্বপূর্ণ ৫টি দফতরে অভিযোগপত্র জমা দিয়েছি যাতে এর বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিষয়টি নিয়ে অনেকে অনেকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে কিন্তু আমাদের কাছে গাছ কাটার এর সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।

এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো- কর্তন করা গাছের বাকী অংশ শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে হবে, কর্তন করা গাছের জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, সঠিক পরিকল্পনা অনুসারে সকল গাছের পরিচর্যার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে, এ ঘটনার ক্ষতিপূরণ হিসেবে সঠিক পরিকল্পনা অনুসারে ১০১টি বৃক্ষরোপণ করতে হবে এবং যে স্বার্থ হাসিলের জন্য বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফান্ডিং ও সাধারণ শিক্ষার্থীদের অর্থায়নে বৃক্ষরোপণ হয়েছে এবং তাদের ভূমিকা অস্বীকার কেন করা হয়েছে তা সকলের সামনে পরিষ্কার করতে হবে।

শিক্ষক তুহিন ওয়াদুদ ঢাকায় অবস্থান করায় তিনি মোবাইলে জানান, উপাচার্যকে অবগত করেই সৌন্দর্যবর্ধনের জন্য গাছটি কাটা হয়েছে। এ বিষয়ে রেজিস্ট্রার জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন