হোম অন্যান্য বেরোবিতে শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার রাতের আঁধারে সরাল দুর্বৃত্তরা

বেরোবিতে শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার রাতের আঁধারে সরাল দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

নিউজ ডেস্ক:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার ও ফেস্টুন রাতের আঁধারে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোর কিংবা তার আগের কোনো এক সময় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান থেকে এসব ব্যানার-ফেস্টুন খুলে ফেলা হয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।

ইনকিলাব মঞ্চ বেরোবি শাখার আহ্বায়ক জাহিদ হাসান জয় জানান, শহীদ ওসমান হাদির বিপ্লবী আদর্শকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের সড়কসংলগ্ন এলাকায় ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছিল। এতে তার ছবি, নাম এবং স্মরণবার্তাসহ বিভিন্ন স্লোগান ছিল। তবে শনিবার সকালে ক্যাম্পাসে এসে দেখা যায়, বেশ কয়েকটি ব্যানার সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু ফেস্টুন গাছ থেকে খুলে মাটিতে ফেলে রাখা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শহীদের স্মৃতিকে অবমাননার একটি প্রচেষ্টা।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বোস্তামি বলেন, শহীদ ওসমান হাদি আধিপত্যবাদবিরোধী আন্দোলনের প্রতীক। তার স্মরণে শান্তিপূর্ণভাবে ব্যানার টানানো হয়েছিল। এগুলো অপসারণের মাধ্যমে একটি ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যা শিক্ষার্থীরা মেনে নেবে না।

এ বিষয়ে জাহিদ হাসান জয় বলেন, এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা জড়িত, তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন