হোম অন্যান্যসারাদেশ বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিলো ১০ বছরের শিশুর প্রাণ

অনলাইন ডেস্ক :

মেহেরপুরের গাংনীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া আক্তার ইতি (১০) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া বাওট গ্রামের ভ্যানচালক জিনারুল ইসলামের মেয়ে এবং বাওট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শিশু সাদিয়া বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন