বেনাপোল প্রতিনিধি :
দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রেসক্লাব যশোরের সহসভাপতি এবং যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা জনাব আনোয়ারুল কবির নান্টুর সুস্থতার জন্যে দোয়া কামনা করেছেন প্রেসক্লাব বেনাপোল।
তিনি বেশ কিছুদিন ধরে অতিরিক্ত জ্বর, ফুসফুসে ইনফেকশন, রক্তের ইনফেকশনসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্ত কণিকা বেড়ে যাচ্ছে, এছাড়া হার্টেরও একাধিক রিং পরানো রয়েছে বলে জানান তার স্ত্রী মিসেস সালমা কবীর। চিকিৎসকের পক্ষ থেকে কথা বলতেও এক প্রকার নিষেধ করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবার। তিনি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে বাসায় রয়েছেন।
তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন, সেক্রেটারি রাসেদুর রহমান রাশু,আলহাজ্ব জামাল হোসেন, আলহাজ্ব বকুল মাহবুব,সাজেদুর রহমান, মুসলিম উদ্দিন পাপ্পু,মশিয়ার রহমান কাজল,মিলন হোসেন,কাজী শাহাজান সবুজ,শেখ নাসির উদ্দিন, সেলিম রেজা, দেবুল কুমার দাস,শিশির কুমার সরকার,আবুল হোসেন, নুরুজ্জামান লিটন, মনিরুল ইসলাম মনি, রোকনুজজামান রিপন, ফারুক হাসান,জিএম আলী আশরাফ, ইদ্রিস আলী ও ফারুক আহম্মেদ।