বেনাপোল প্রতিনিধি :
সাম্প্রতিক সময়ে বেনাপোল সীমান্ত দিয়ে চোরাই পথে অস্ত্র এনে বাংলাদেশের বাজারে বিক্রি করছে একটি চক্র।আর অস্ত্র ব্যবসায়ীরা অল্প দামে অস্ত্র কিনতে বেছে নিয়েছেন পুটখালী গ্রামের একটি পরিবারকে।সেই পরিবারের ইতিপূর্বে ২ জন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ ও র্যাব।
এরা ওপার থেকে অল্প দামে অস্ত্র এনে বেশ চড়া দামে এদেশে বিক্রি করছে। আর এসব অস্ত্রের কয়েকটি চালান গতবছর থেকে এপর্যন্ত উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ ও র্যাব।
এই চক্রের একজন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের হাফিজুর। তাকে সহায্য করতো ইউপি সদস্য হাবিবুর রহমান নামে তার চাচাতো ভাই ।ভারতের বনগাঁ থানার বাসিন্দা জাহাঙ্গীর এই অস্ত্র ব্যবসায়ী পুটখালী হাফিজুর এর কাছে পৌঁছে দিতেন বলে জানা গেছে । গত বছর ৪ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিালানা করে বেনাপোলের এই কিংম্ভাদন্তী অস্ত্র ব্যবসায়ী হাফিজুরকে রাজধানী মিরপুর মডেল থানার কোরিয়া কারিগর প্রশিক্ষন কেন্দ্রের সামনে থেকে গ্রেপ্তার করে।এসময় তার নিকট থেকে ৪ টি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আটকের পর হাফিজুর গোয়েন্দা পুলিশের কাছে স্বীকার করে বলেন অস্ত্রের চালান পুটখালী ইউপি সদস্য হাবিবুর রহমান এর সহযোগিতায় ভারত থেকে আনে এবং বাংলাদেশে বিক্রি করে।
এরই ধারাবাহিকতায় গত ৩০ অক্টোবর (৬ দিন আগে) হাবিবুর রহমান এর বাড়ি থেকে যশোর র্যাব ৯ টি পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করে এ সময় তাকে আটক করা হয় । এ সংক্রান্ত বিষয়ে হাবিবুর রহমান এর পরিবার থেকে সাজানো নাটক বলে উল্লেখ করে সম্প্রতি যশোর একটি সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্লেলনে তারা ওই গ্রামের নাসির নামে একজন ব্যবসায়ীকে দোষারপ করেছে। তবে ওই ব্যবসায়ীর পক্ষ থেকে আব্দুল্লাহ নামে তার সহকারী বলেছে হিংসাপরায়ন হয়ে নাসির উদ্দিনকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা একাজ করে থাকতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক এক ব্যক্তি বলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার আংরাইল সীমান্তবর্তী গ্রাম ও বাংলাদেশের বেনাপোলের পুটখালী গ্রামের নদীর তীরে গোসল করার কৌশলে বাংলাদেশের সীমান্তে নিয়ে আসে।
তারপর সুযোগ বুঝে এবং প্রয়োজন অনুযায়ী ওই অস্ত্র সীমান্তের গোপন স্থান থেকে বের করে ঢাকা সহ বিভিন্ন স্থানে পৌছে দেয় এই ব্যবসায়ীরা । এসব অস্ত্রের চালান ভারতের বিহার প্রদেশ থেকে আসে বলেও সুত্রটি দাবি করে।
উল্লেখ্য সম্প্রতি বেনাপোল এর রঘুনাথপুর সীমান্ত এলাকাতে বিজিবি ১৩ টি পিস্তল সহ দুইজনকে আটক করেছে। এছাড়া এসব অস্ত্রের চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যাচ্ছে বলেও সচেতন মহল ধারনা করছে।