হোম অন্যান্যলিড নিউজ বেনাপোল সীমান্তে পুলিশ বিজিবি’র পৃথক অভিযানে মাদক সহ আটক-৫

বেনাপোল সীমান্তে পুলিশ বিজিবি’র পৃথক অভিযানে মাদক সহ আটক-৫

কর্তৃক
০ মন্তব্য 195 ভিউজ
মিলন হোসেন, বেনাপোল:
যশোরের বেনাপোল সীমান্তে মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে শনিবার ভোরে ভারতীয় ৭৩ বোতল বাংলা মদ ও ৮ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ ও বিজিবি।
আটক আসামীরা বেনাপোল পোর্ট থানার ধান্যখোল গ্রামের ফরমান হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২২), তপুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), কালু মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০), নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার আমজাদ হোসেন এর ছেলে সাব্বির হোসেন (২১)।
 ধান্যখোলা ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান ধান্যখোলা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল  মদসহ রফিকুল ইসলামকে আটক করা হয় ।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মালের মালিক হিসাবে ৪ মাদক ব্যবসায়ীর নাম বলেন।পরে তাদের  পলাতক আসামী করে থানায় মামলা দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন বিজিবির দেওয়া পলাতক আসামীদের রাতেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল আজ রবিবার যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন