হোম অন্যান্যসারাদেশ বেনাপোল সীমান্তের ইছামতি নদীতে যুবকের গুলিবিদ্ধ লাশ

বেনাপোল সীমান্তের ইছামতি নদীতে যুবকের গুলিবিদ্ধ লাশ

কর্তৃক
০ মন্তব্য 101 ভিউজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:
বেনাপোল অগ্রভূলোট সীমান্তে ইছামতি নদীতে শরিফুল ইসলাম(২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে শার্শা থানার পুলিশ । নিহত শরিফুল পুটখালী রাজগঞ্জ গ্রামে মৃত ইসহাক ছেলে। তাৱ বুকে গুলির চিহ্ন রয়েছে।

পাঁচ ভুলোট গ্রামের নিসার আলী জানান, আজ বুধবার বেলা ১১ টার দিকে স্থানীয় লোকজন নদীতে গেলে নিহতের লাশ দেখে বিজিবিকে খবর দেয়। ঘটনাস্থলে বিজিবি গিয়ে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন