মিলন হোসেন,বেনাপোল:
বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।সোমবার (২০ জুলাই) সকালে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করে বিজিবি।
আটকরা হলো- সাদিপুর গ্রামের নুর ইসলামের ছেলে বাবলু হোসেন (৩২) ও শার্শার লাউতাড়া গ্রামের কিনু সরদারের ছেলে কবির হোসেন (৩৩।
বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, সোর্সের মাধ্যমে একটি গোপন খবর পায় সাদিপুর সীমান্তের পোতাপোষ্ট এলাকা দিয়ে গাঁজার একটি বড় চালান বাংলাদেশে আসছে।
এ সময় টহল দলের একটি বিজিবি দল সেখানে অভিযান চালিয়ে বাবলু ও কবির হোসেন কে আটক করা হয় ।তাদেরকে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।