হোম অন্যান্যসারাদেশ বেনাপোল র‌্যাবের অভিযান যশোর র‌্যাবের অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক১
মিলন হসেন, বেনাপোল:
যশোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা রবিবার সকালে বেনাপোল এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ইকবাল হোসেন(২১)নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে।সে বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন জানান তার নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী সাকিনের বেনাপোল ডিগ্রী কলেজ মোড়স্থ জননী মেডিকেল হল দোকানের সামনে হইতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ইকবাল হোসেন (২১), পিতা-মোঃ জাহাঙ্গীর, সাং-নারায়নপুর দক্ষিণ পাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোর’কে ১.৫ কেজি গাঁজা-সহ হাতে নাতে আটক করা হয়েছে।
 তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন