মিলন হোসেন বেনাপোল:
বেনাপোলে পোর্ট থানার পুলিশ মহিষাডাঙ্গা থেকে, শনিবার বিকালে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি পালসার মোটর সাইকেল সহ সম্রাট হোসেন (২৫),নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে এলাকায় চিহ্ন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
তার বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা গ্রামে পিতার নাম রফিকুল ইসলাম।
ডিউটি অফিসার এএসআই চমপা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান এর নির্দেশনায় এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষাডাঙ্গা নুরুজ্জামানের, দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান চালিয়ে তাকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।
s