মিলন হোসেন বেনাপোল :
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৯৬ বোতল ফেন্সিডিল একটি মটরসাইকেল সহ শনিবার ভোরে সেলিম শেখ (৫০)নামে এক সাংবাদিক পরিচয়দানকারী কে আটক করেছে বিজিবি।সে বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের শাহাজান আলির ছেলে। নিজেকে দৈনিক নবচেতনা পত্রিকার সাংবাদিক ও বেনাপোল একতা প্রেসক্লাব এর সদস্য বলে বিজিবির কাছে পরিচয় দেন ।
পুটখালী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী মটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে গোগা থেকে বেনাপোলের দিকে যাচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে গোগা গ্রামের বটতলা মোড়ে অভিযান চালিয়ে মটরসাইকেল সহ সেলিম শেখ নামে একজন কে ক্যাম্পে আনা হয়।পরে তার মটরসাইকেলে থাকা ব্যাগ থেকে ৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।এ সময় সে নিজেকে বেনাপোলের কর্মরত সাংবাদিক পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।