বেনাপোল (যশোর) প্রতিনিধি :
বেনাপোল বাজার থেকে আজ শনিবার দুপুরে ১০ হাজার পিচ ইয়াবা ট্রাবলেট সহ আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব- ৬ এর সদস্যরা। আলাউদ্দিন বাবু বেনাপোল কাগমারী গ্রামের মোঃ কুদ্দস মল্লিকের ছেলে।
যশোর জেলা র্যাব-৬ এর কম্পানী কমান্ডার নাজিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বেনাপোল কাগমারী গ্রামের আলাউদ্দিন বাবু নামে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট নিয়ে বেনাপোল বাজারে অবস্থান করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আমরা বেনাপোল বাজরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে একটি সাইকেলে ঝুলানো একটি ব্যাগ সহ আলাউদ্দিন বাবুকে আটক করা হয়।
পরে তার ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন বাবু কে যশোর র্যাব হেড কোয়াটারে নেয়া হয়েছে। পরে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।