বেনাপোল প্রতিনিধি :
বেনাপোল চেকপোস্টের কাস্টমস তল্লাশি কেন্দ্রে ভারত থেকে ফেরা পাসপোর্ট যাত্রী কাজ থেকে ৪ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করে একটি ভিডিও ফুটেজ সাংবাদিকদের কাছে দিয়েছে, ভোক্তভোগী পাসপোর্ট যাত্রী জসিম উদ্দিন।বুধবার সকালে কাস্টমস তল্লাশি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পাসপোর্ট জসিম উদ্দিন বলেন, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশন কাযক্রম শেষে কাস্টমস তল্লাশি কেন্দ্রে স্কানার মেশিনে ব্যাগ দেওয়া হলে ব্যাগের ভিতর ৪টি থ্রিপিস,কিছু চকলেট ও বাচ্চাদের কেনাকাটা দেখে তল্লাশি কেন্দ্রে থাকা কাস্টমসের এআরও শাহ জামাল ও এআরও আবুল কালাম, জানিয়ে দেয় এ সমস্ত মালামাল নেওয়া যাবে না এবং মালামাল জব্দ করে আপনাকে পুলিশে দেওয়া হবে।
পরে এআরও শাহ জামাল, আমাকে একটি ছোট কাচের ঘরে নিয়ে ৫ হাজার টাকা দাবি করে অনেক ভয়ভীতি দেখায়। তখন আমি বাধ্য হয়ে আমার কাছে থাকা ৪ হাজার টাকা দেই।পরে আমি তল্লাশি কেন্দ্রে বের হয়ে সাংবাদিকদের কাছে ঘটনা খুলে বলি। আমি বেনাপোল কাস্টমস কমিশনার সহ উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করছি যাতে এ সমস্ত ঘুষ খোর অফিসাররা শাস্তি পাই।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার নেয়ামুল ইসলাম বলেন কোন পাসপোর্ট যাত্রী আমার কাছে অভিযোগ করেনি।তবে তিনি বিষয়টি বৃহস্পতিবার দেখবেন বলে জানিয়েছেন।
s