হোম অন্যান্যসারাদেশ বেনাপোল কাস্টমস-ইমিগ্রেশন ভবনের বন্ধ প্রবেশ দ্বার খুলে দেওয়া হলো

বেনাপোল কাস্টমস-ইমিগ্রেশন ভবনের বন্ধ প্রবেশ দ্বার খুলে দেওয়া হলো

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

মিলন হোসেন বেনাপোল:
আন্তর্জাতিক বেনাপোল চেকপোস্ট – কাস্টমস ইমিগ্রেশনের প্রধান প্রবেশ দ্বারটি প্রায় এক বছর পর খুলে দেওয়া হয়েছে। এছাড়া গেটটিতে আন্তর্জাতিক চেকপোস্ট, কাস্টমস হাউজ বেনাপোল নামে একটি ডিজিটাল সাইন বোর্ডও লাগানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ দ্বারটি খুলে দেন নবাগত বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান। এর আগে চোরাচালান প্রতিরোধে প্রবেশ দ্বারটি বন্ধ করে দিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ।

প্রবেশ দ্বারটি খুলে দেওয়ার সময় কাস্টমস কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কমিশনার-ড,নেয়ামুল ইসলাম,যুগ্ম কমিশনার-মো:শহিদুল ইসলাম,যুগ্ম-কমিশনার- মোছাঃ শাকিলা পারভিন,সহকারী কমিশনার উত্তম চাকমা,বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ:সভাপতি নুরুজ্জামান,যুগ্ম-সাধারণ সম্পাদক-খায়রুজ্জামান মধু প্রমুখ।

জানা যায়, গত বছরে কাস্টমস সদস্যদের সাথে ইমিগ্রেশন পুলিশ সদস্যরা পরস্পর সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে কাস্টমস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে ইমিগ্রেশন-কাস্টমস চেকপোস্টে যাত্রী প্রবেশের মূল দুটি প্রবেশ দ্বার বন্ধ করে দেয় বিদায়ী কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী।

বর্তমান কাস্টমস কমিশনার গত সপ্তাহে যোগদান করেন বেনাপোল কাস্টমস হাউজে। তিনি যাতায়াত ব্যবস্থা সহজ ও সৌন্দর্য বৃদ্ধি করতে বন্ধ এ গেটটি খুলে দেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন