জাতীয় ডেস্ক :
ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ টাকা মূল্যের ৭৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেনঞ্জার টার্মিনাল থেকে গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটের তলা থেকে সোনার বার উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিন লাইনের একটি বাস বেনাপোল সীমান্তে তল্লাশি করে সিটের তলা থেকে একটি পলিথিনের ব্যাগ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।