মিলন হোসেন, বেনাপোল:
র্যাব ৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার সকালে যশোর বেনাপোল মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল সহ বেলাল হোসেন ও সোহেল শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব ৬ যশোর ক্যাম্প থেকে জানান বৃহস্পতিবার সকালে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন টি এম এস এস ভবন এর সামনে যশোর বেনাপোল মাহাসড়ক এর দক্ষিন পাশের্^ কলুপাড়া খুশি অটো পার্স এর দোকান সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ বেলাল হোসেন (৩০), পিতাঃ মৃত মকবুল হোসেন, সাং-বেনাপোল মধ্যেপাড়া, ২। মোঃ সোহেল শেখ (৩৫), পিতাঃ মৃত ছাত্তার শেখ, সাং-ভবেরবের মধ্যে পাড়া, উভয় থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরদ্বয়’কে ৫১ (একান্ন) বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।