জাতীয় ডেস্ক :
যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ রাকিবুল ইসলাম(৩০) নামে এক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক আনসার সদস্য কুষ্টিয়ার কুমারখালি উপজেলার বাশঁখালী গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৯ টার দিকে বেনাপোল বন্দরের বাইপাস সড়ক থেকে বন্দর থানা পুলিশ তাকে আটক করে।
বন্দর আনসার কমান্ডার কাকন মণ্ডল বলেন, আটক আনসার সদস্য রাকিবুল ইসলাম এর আগে বেনাপোল বন্দরের নিরাপত্তা কর্মী ছিল। তবে গত ১৩ জুন বেনাপোল বন্দর থেকে যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে তার বদলী হয়। সে যশোরে কর্মরত ছিল।
বেনাপোল বন্দর থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে গোপন খবর আসে রাকিবুল বেনাপোল থেকে মাদক নিয়ে যশোরে সরবরাহ করে। এমন খবরে তার গতিবিধি ওপর নজর রাখা হয়।
এক পর্যায়ে বন্দরের বাইপাস সড়ক থেকে তাকে ধরা হয়। পরে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।।
