হোম জাতীয় বেনাপোলে পলাতক ১৪ আসামি গ্রেফতার

জাতীয় ডেস্ক :

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে পলাতক ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ আগস্ট) ভোরে বেনাপোল বন্দর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: রহমত আলী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, তুহিন ইসলাম, ইমরান, রফিকুল সরদার, আতিয়ার রহমান, সোহেল রানা, হাবিবুর রহমান, আমিন আউলিয়া, তাজউদ্দিন আহম্মেদ শরিফ, মোরশেদ আলী ও সাদেকুল ইসলাম।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, তাদের কাছে খবর আসে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামিরা গোপনে এলাকায় ফিরে অবস্থান করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ১৪ আসামিকে গ্রেফতার করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন