হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে গাঁজাসহ গ্রেফতার ১

মিলন হোসেন, বেনাপোল :

বেনাপোলে গাাঁজাসহ আবু তালেব খোকন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিম সদস্যরা।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের দক্ষিণপাড়ার কদম আলীর ছেলে।

যশোর ডিবি পুলিশের (ওসি) রুপম কুমার সরকার জানান, মঙ্গলবার (১১ জানুয়ারি ) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি অভিযানিক দল বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবু তালেব খোকনের বসতবাড়ীর গোয়াল ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ সদস্যরা। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ২ লাখ টাকা। এ বিষয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন