হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে কুল চাষির দেড় বিঘা জমির কুলগাছ কেটে নষ্ট করলো দূর্বৃত্তরা

বেনাপোলে কুল চাষির দেড় বিঘা জমির কুলগাছ কেটে নষ্ট করলো দূর্বৃত্তরা

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :
যশোরের বেনাপোল গয়ড়া গ্রামের হোসেন আলীর ছেলে রেজাউল ইসলামের দেড় বিঘা জমির কুলবাগান শুক্রবার দিবাগত রাতে কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।

এ ব্যাপার বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন কুল চাষি রেজাউল ইসলাম।

কুল চাষি রেজাউল ইসলাম জানান, আমি আজ দুপুরে গয়ড়া স্কুল পাড়ায় আমার কুলবাগানে ঔষধ স্প্রে করতে যায়। যেয়ে দেখি আমার দেড় বিঘা জমিতে লাগানো ৪২টি গাছ কে বা কারা কেটে দিয়েছে।

কারা কেটেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,

আমার কারোর সাথে কোন শত্রুতা নাই। তারপরেও আমার এহেন ক্ষতি সাধন করা হয়েছে।

কাউকে সন্দেহ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু আমার পূর্বে কারও সাথে কোন শত্রুতা নেই। তাই কাউকে সন্দেহ করতে পারছি না।

এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন রেজাউল।
বেনাপোল গয়ড়া ওয়ার্ড মেম্বার মনির হোসেন মিন্টু বলেন, শুনেছি কে বা কারা রাতের আধারে রেজাউলের বাগানের কুলগাছ কেটে ধ্বংস করে দিয়েছে। এটা একটা নিন্দা নীয় ব্যাপার বলে তিনি মনে করেন। সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান,কুলগাছ কাটার ঘটনায় ক্ষতি গ্রস্ত ওই চাষি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন