হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে অভিনব পদ্ধতিতে ফেনসিডিল পাচারকালে আটক ২।

বেনাপোলে অভিনব পদ্ধতিতে ফেনসিডিল পাচারকালে আটক ২।

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ
বেনাপোল প্রতিনিধি :
অভিনব পদ্ধতি পাচারকালে বেনাপোল পোর্ট থানার পুলিশ নামাজ গ্রাম পেঁচোর বাওড় এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করেছে । বৃহস্পতিবার বিকালে একটি মোটর সাইকেলের ট্যাংকি তল্লাশি করে তাদের মটর সাইকেল সহ  আটক করা হয় । আটককৃতরা হলো খুলনা দৌলতপুর থানার এলাকার আমির হোসেনের ছেলে  আশিকুল হোসেন (৩৫ ) ও ইকবাল হোসেন(২০) বেনাপোল থানার নরানপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে পেঁচোড় বাওড় এলাকার পিলখানার সামনে থেকে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের মটর সাইকেলের ট্যাংকি থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় তার সাথে থানার এস আই রোকনুজজামান সহ একটি টিম ছিলেন ।
আটককৃতদের নামে মাদক মামলা দিয়ে আগামিকাল যশোর আদালতে পাঠানো হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন