হোম জাতীয় বেনজীরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে: মশিউর রহমান

জাতীয় ডেস্ক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান।

শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মশিউর রহমান বলেন, ‘বেনজীরের দুর্নীতির ব্যাপারে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।’

‘আমরা বলছি না বেনজীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, আবার এ-ও বলছি না তাকে আমরা জেলে দেব কিংবা ফাঁসি দেব। তিনি তো বাংলাদেশের নাগরিক। তার একটা নাগরিক অধিকার তো রয়েছে।’

কালো টাকা সাদা করার সুযোগে বেনজীর আহমেদ তার অবৈধ সম্পদ বৈধ করতে পারবেন কি-না এমন প্রশ্নের সদুত্তর না মিললেও এনবিআর চেয়ারম্যনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘কালো টাকা দেশে থাকেও না, বিনিয়োগও হয় না। বেনজীরের এই টাকা কেইসে (মামলায়) পড়ে গেছে। এটা কীভাবে সাদা হবে। এখন ফৌজদারি মামলা চলছে।’

সংবাদ সম্মেলনে বাজেট নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এবারের বাজেটে কোনো কোনো ভোগ্যপণ্য আমদানিতে উৎস কর হ্রাস করা হয়েছে। নতুন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগে ট্রাকসেলের মাধ্যমে ভোগ্যপণ্য ভর্তুকি মূল্যে বিতরণ হয়ে আসছিল। এখন পাশাপাশি স্থায়ী দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে।’

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

বিশাল অঙ্কের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন