মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তৃণমুল পর্যায়ে নৌকাকে বিজয়ী করতে হবে। আগামী ২৮ নভেম্বর নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রদানের বিকল্প কিছু নেই। দলে বেইমানদের রাখা হবে না। কারণ দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়ালই অনেক ভাল। সুতরাং সকল ভেদাভেদ, মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
ইউপি নির্বাচন ২০২১ এ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে ধারাবাহিক পথসভার অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় ৬নং মনিরামুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জালঝাড়া খালকান্দা বাজারে ২৮ নভেম্বরে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন-জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে এ পথ সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরও বলেন, আওয়ামীলীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী ২৮ তারিখে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প কিছু নেই। দীর্ঘ ২৪ বছর এ ইউনিয়নে বিএনপি দুঃশাষন করেছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় অথচ এখানে আওয়ামীলীগের মানুষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুভাতা পাই না। প্রধানমন্ত্রীর দেয়া ঘর পাই না। দলের বেইমানদের বিশ্বাসঘাতকতার কারনে বার বার আওয়ামীগের প্রার্থীরা পরাজিত হয়।
সুতরাং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নৌকার প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের প্রচারণায় অংশ নিতে হবে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে শুধু আওয়ামীলীগ না আওয়ামীলীগের সকল পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনের দিন ফলাফল ঘোষনার আগ মুহুর্ত পর্যন্ত নির্বাচনী এলাকা তথা ভোট কেন্দ্রে অবস্থান করতে হবে। জয় নিয়েই ঘরে ফিরে হবে।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক ফিরোজ আহম্মেদের পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য প্রদান করেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির,যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী । শুভেচ্ছা বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্জ্ব এয়াকুব আলী গাজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য শামীম ইসলাম পিয়াস, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য হাজেরা খাতুন, জেলা যুবলীগনেতা কেরামত মোল্যা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা বর্তমান তরুণ আওয়ামীলীগনেতা সন্দীপ ঘোষ, আওয়ামীলীগনেতা বাবলুর রহমান, প্রভাষক আব্দুল গনি, আসমা খাতুন লাকি, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, ইউনিয়ন যুবলীগ সভাপতি নিশাত কবির, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, ছাত্রলীগের সভাপতি মাহবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, সকল ওয়ার্ড আওয়ামীলীগসহ দলটির সকল পর্যায়ের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।