হোম অন্যান্যসারাদেশ বৃহত্তর যশোরকে বিভাগ করার দাবীতে নড়াইলে সংবাদ সম্মেলন

বৃহত্তর যশোরকে বিভাগ করার দাবীতে নড়াইলে সংবাদ সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 107 ভিউজ

নড়াইল অফিস :

বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ কর্তৃক যশোরকে বিভাগ করার দাবীতে নড়াইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে উৎসব কমিনিটি সেন্টারে বিভাগ বাস্তবায়ন পরিষদের সভাপতি শৈলেন্দ্র নাথ সাহা সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট আব্দুল্লাহ আল মা২০২০মুন।

এ সময় বক্তব্য দেন,সংগঠনের সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম,লে, কর্ণেল হাসান ইকবাল,নড়াইল চেম্বর অব কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান ও নড়াইল ভিশনের মালিক মোঃ ওহিদুজ্জামান প্রমুখ।

বক্তারা ,বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ ইতোপূর্বে ১১টি দাবি সম্বলিত বিবৃতি প্রচার করে আসছে। ঢাকা,যশোর,ঝিনেদাহ জেলাগুলোতে মানববন্ধন ,প্রেসব্রিফিং ও গনসংযোগ করেছে। এই দাবিগুলোর মধ্যে কিছু দাবি পুরুণ হওয়ায় প্রধানমন্ত্রিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন