হোম অন্যান্যসারাদেশ বৃষ্টি মাথায় নিয়ে নড়াইলে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উলআজহার নামাজ অনুষ্ঠিত

নড়াইল অফিস:

বৃষ্টি মাথায় নিয়ে নড়াইলে মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উলআজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে কেন্দ্রীয় মসজিদে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এখানে প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে অধিকাংশ জায়গায় খোলা স্থানের বদলে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে সকলে দোয়ায় অংশ গ্রহণ শেষে কোরবানি শুরু করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন