হোম অর্থ ও বাণিজ্য বৃষ্টিতে সবজির বাজারে ক্রেতা কমলেও উত্তাপ রয়েছেই

বৃষ্টিতে সবজির বাজারে ক্রেতা কমলেও উত্তাপ রয়েছেই

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

অর্থনীতি ডেস্ক:

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। জলাবদ্ধতার কারণে ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশ কমেছে। কিন্তু দামের উত্তাপ কমেনি। বেগুন, টমেটো, করলা, ঝিঙ্গার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।

দোকানদাররা বলছেন, বন্যার কারণে জোগানে কিছুটা ভাটা পড়েছে। পাইকারি মোকামেই বেড়েছে দাম। যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। যার প্রভাবে খুচরা পর্যায়ে দাম বাড়ছেই।

বেশ অস্থিরতা তৈরি হয়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের মোকামে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। পেঁয়াজ আমদানির তেমন কোনও প্রভাব নেই ঢাকার বাজারে। পাইকাররা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আনায় তেমন লাভ হচ্ছে না। তাই অনেকেরই আমদানিতে আগ্রহ নেই।

ক্রেতারা বলছেন, দিন দিন বাজার নিয়ন্ত্রহীন পড়ছে। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না। নিয়মিত বাজার তদারকি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।

এদিকে, আলুর চড়া দামে নাকাল ক্রেতারা। মানভেদে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। এছাড়া বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন