রাজনীতি ডেস্ক:
বৃষ্টির কারণে পণ্ড হয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণমিছিলি। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি।
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির গণমিছিল রূপ নেয় সমাবেশে। বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ৪টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা।
তবে বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টি শুরু হলে বক্তব্য না দিয়েই অস্থায়ী মঞ্চ ছেড়ে যান বিএনপি নেতারা। গণমিছিলে যোগ দেয়া নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন দোকানপাট এবং স্থাপনার নিচে আশ্রয় নেন। অনেককেই ভিজতে ভিজতে ফিরে যেতে দেখা গেছে।
বৃষ্টির আগে নেতাকর্মীতে ঠাসা ছিলো মঞ্চ।
সমাবেশে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবি আদায়ে একচুলও ছাড় দেবে না তারা। রাজপথে সরব থেকে দাবি আদায় করা হবে।
এর আগে বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিছিল রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে শুরু হয়। আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে আসে।
একই সময়ে মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়ামের পাশ থেকে গণমিছিল বের হয়ে সেটি কমলাপুর স্টেশনের পাশ দিয়ে পীরজঙ্গি মাজার, আরামবাগ ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সমাবেশে বক্তব্য দেয়ার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্যান্য নেতাকর্মীদের।