হোম জাতীয় বুস্টার ডোজের ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তনের সুযোগ

জাতীয় ডেস্ক :

করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্র পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে এ সুযোগ শুধু জেলা পরিবর্তনের ক্ষেত্র পাওয়া যাবে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে ভ্যাকসিন গ্রহীতাদের অনেকের পক্ষেই কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ প্রাপ্তির স্থান থেকে বুস্টার ডোজের ভ্যাকসিন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় ভিন্ন জেলায় অবস্থানকালে জেলা পরিবর্তন করে সুবিধামতো যেকোনো ভ্যাকসিনেশন কেন্দ্র হতে বুস্টার ডোজের ভ্যাকসিন প্রদান করা যাবে। তবে একই জেলার মধ্যে কেন্দ্র পরিবর্তনের ক্ষেত্রে নির্দেশনাটি প্রযোজ্য নয়।

এতে আরও বলা হয়, ভ্যাকসিনেশন কার্ড প্রদর্শন সাপেক্ষে বুস্টার ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য সুরক্ষা ওয়েব পোর্টাল হালনাগাদ করতে হবে। ইতোমধ্যে প্রদত্ত ভ্যাকসিনের যেসব তথ্যাদি সুরক্ষা ওয়েব পোর্টালে হালনাগাদ করা হয়নি তা অনতিবিলম্বে হালনাগাদ করার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশীদ আলম সাংবাদিকদের বলেন, কেন্দ্র বদলাতে গেলে কিছু অসাধুতার ব্যাপার চলে আসে। পাসওয়ার্ডটা যাদের কাছে থাকে তারা তারা যদি এটার অপব্যবহার করে—সে আশঙ্কা থাকে। সেজন্য টিকাকেন্দ্র বদলানো এনকারেজ করিনি।

তিনি বলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল আসলে সবসময় সবার পক্ষে একই কেন্দ্রে টিকা নেওয়া সম্ভব নয় তখন আমরা আইসিটি মন্ত্রণালয়কে কেন্দ্র পরিবর্তন করার অনুমতি বা সুযোগ নিলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন