হোম ফিচার বুবলীকে নাকফুল দেওয়ার কথা অস্বীকার করলেন শাকিব

বিনোদন ডেস্ক :

ঢালিউড কিং শাকিব খান ক্যারিয়ার নিয়ে যতটা জনপ্রিয়, ব্যক্তিগত জীবন নিয়ে ততটাই সমালোচিত। অসংখ্যবার গণমাধ্যমের শিরোনামও হয়েছেন। অপু বিশ্বাসের পর শবনম বুবলী, এমনকি পূজা চেরীকে নিয়ে কম জল ঘোলা হয়নি।

সম্প্রতি বুবলীর জন্মদিনের পর আবারও আলোচনায় এই তারকারা। প্রসঙ্গ হীরার নাকফুল। গেল ২০ নভেম্বর জন্মদিনে শাকিবের কাছ থেকে উপহার হিসেবে একটি হীরার নাকফুল পেয়েছেন বলে জানিয়েছে গণমাধমে।

এ খবর প্রকাশের পর বুবলিকে এক হাত নিলেন অপু। নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, কী যে মজা, মজা। সেই সঙ্গে একাধিক হাসির ইমোটিকন।

এদিকে বুবলীকে হীরার নাকফুল উপহার দেওয়ার বিষয়টি গণমাধ্যমের কাছে পুরোপুরি অস্বীকার করেছেন শাকিব খান। নেটিজেনদের মনে প্রশ্ন, শাকিব নাকি বুবলী- কে সত্য কথা বলছেন?

শুধু তাই নয়, গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান আরও জানান, জন্মদিন উপলক্ষে বুবলীর সঙ্গে তার কোনো ধরনের যোগাযোগ হয়নি। বুবলীকে জন্মদিনে উপহার দেওয়া কিংবা উইশ করা- কোনোটিই তার পক্ষ থেকে হয়নি। তবে সন্তানের প্রয়োজনে যতটুকু প্রয়োজন ততটুকুই যোগাযোগ হয় বলে জানিয়েছেন শাকিব।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন