হোম অন্যান্যসারাদেশ বুধহাটায় ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প

সংকল্প ডেস্ক :

বুধহাটায় ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ আগস্ট) বিকালে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্প বুধহাটা কাওছারীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পিপি এ্যাড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক মো. আব্দুস সাত্তার, মো. হাফিজুর রহমান।

এসময় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম, সাতক্ষীরা পৌর শাখার সাধারণ সম্পাদক গ্রাম্য ডা. গোলাম কিবরিয়া, গ্রাম্য ডা. আবু হাসান, দেবহাটা উপজেলা ভূমিহীন সমিতির সভানেত্রী মোছা. আঁখি বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। সমগ্র ফ্রি প্রাথমিক চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন ভূমিহীন নেত্রী মোছা. দোলন পারভীন।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৭০ জন রোগীকে ফ্রি প্রাথমিক সেবা প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন