নিজস্ব প্রতিনিধি :
১৯৭১ সালের রণাঙ্গনের বীর সৈনিক গাজী রইচউদ্দীন ২১ আগষ্ট রাজধানীর উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন (ইন্না———রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকালে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়।
জানাযায় অংশ নেয় সাতক্ষীরা -১আসনের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, বিএনপি নেতা রাশিদুল হক দরাজু, সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, আ”লীগ নেতা বিশ্বাস আতিয়ার রহমান,মাওলা আবু মুছা মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী মাওলা রেজাউল করিম সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাবেক সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমানের বলেন,মুক্তিযুদ্ধকালীন সময়ে তৈলকূপী গ্রামের গাজী রইচউদ্দীন ও আব্দুল্লাহ বিশ্বাসের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। বর্তমান গাজী রইচউদ্দীন মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় অনুতপ্ত ও ব্যথিত তিনি।
তিনি আরও বলেন আমি বার বার তাকে পরামর্শ দিয়েছি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কিন্ত কর্মকর্তারা তা করেননি। অবশেষে স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পেয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। সবশেষে অতিথিবৃন্দ মরহুমের আত্মার মাগফেরত কামনা করেন এছাড়া শোকাহত পরিবারে প্রতি সমাবেদনা জানান।