ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বৃহত্তর ঝিকরগাছা থানা ছাত্রলীগের তৎকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১১ মার্চ) তার এনজিওগ্রাম করা হবে।
জাতির এই সূর্যসন্তানের দ্রুত সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘অগ্নিঝরা মার্চ। উদ্বেগ উৎকণ্ঠায় গোটা জাতি। অবশেষে ৭ মার্চ। বাংলা ও বাঙালির প্রাণ পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে গর্জে উঠলো বাঙালি। বঙ্গবন্ধু তার ভাষণে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন। সাড়া দিলো গোটা জাতি। নেতৃত্বের নায়ক বঙ্গবন্ধু, তার দল বাংলাদেশ আওয়ামী লীগ। আর সম্মুখভাগে বাংলাদেশ ছাত্রলীগের টগবগে তরুণ।’
‘তৎকালীন সময়ে ঝিকরগাছা থানা ছাত্রলীগের সভাপতি আবদুল লতিফ। শ্রদ্ধা ভাজন লতিফ ভাই। যুদ্ধের ময়দানে লড়াই সংগ্রাম করেছেন, দেশ স্বাধীন করেছেন এবং দেশ ও জাতির গর্বিত সন্তান হিসেবে পরিচিতও বটে।’
আনোয়ার হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ দীর্ঘদিন আমেরিকা ছিলেন। গত কয়েকদিন হলো দেশে এসেছেন। আসার পর থেকে বেশ অসুস্থ ও নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিয়েছে।’
তার সুস্থতা কামনা করে এই যুবলীগ নেতা বলেন, ‘লতিফ ভাইয়ের আশু আরোগ্য কামনা করছি ও মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ মালিক তাকে হেফাজত করুন।’
s