বিনোদন ডেস্ক:
পরিবার, আত্মীয় স্বজন ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শুভ বিবাহ সম্পন্ন করলেন বলিউড তারকা পরিণীতি চোপড়া আর ভারতের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব রাঘব চাড্ডা। রোববার ( ২৪ সেপ্টেম্বর) সাত পাকে বাঁধা পড়েন নতুন এ জুটি।
জনপ্রিয় দুই সেলেব্রিটির মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গত কয়েক বছর ধরেই গুঞ্জন চলে আসছিল। অবশেষে সে গুঞ্জন সত্যিতে রূপ নেয় বাগদান অনুষ্ঠানে।
চলতি বছরের ১৩ মে বাগদান অনুষ্ঠানের পর রাঘব ও পরিণীতির বিয়ের তারিখ নির্ধারিত হয় ২৪ সেপ্টেম্বর। এদিন সন্ধ্যায় জমকালো এক রাজকীয় আয়োজনে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন এ দুই সেলিব্রেটি। বিয়ের মাধ্যমে জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা করলেন তারা।
ভারতের উদয়পুরের রাজকীয় হোটেল লীলা প্যালেসে এ বিয়ে হয়ে গেলেও সাত পাকে বাঁধার কোনো ছবি প্রকাশিত হয়নি। কেবল নতুন বউয়ের পরিণীতি-চাড্ডার একটি যুগল ছবি প্রকাশ্যে এসেছে বিয়ের পর।
ওই ছবিতে আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডাকে দেখা যাচ্ছে সাদা শার্ট আর কালো কোট প্যান্টে। পরিণীতি ধরা দিয়েছেন গোলাপি রঙা শিমারি শাড়ি আর ডিপ কাট ব্লাউজে। সে ছবিতে পরিণীতির হাতে ছিল গোলাপি রঙের চুড়ি আর সিঁথিতে ছিল রাঘবের নামে পরা সিঁদুর।