বিনোদন ডেস্ক:
দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২৯ বছর বয়সী গায়ক আরমান মালিক। পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে হয় অনুষ্ঠানিকতা।
২ জানুয়ারি ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন আরমান নিজেই। ক্যাপশনে এই গায়ক লিখেছেন, ‘তু হি মেরা ঘর (তুমিই আমার ঘর)’। পোস্টের নিচে সুন্দর সুন্দর মন্তব্য করে নবদম্পতিকে প্রশংসা ও ভালোবাসায় পূর্ণ করেছেন তার স্বজন-বন্ধুরা।
বলা প্রয়োজন, ২০২৩-এর আগস্ট মাসে বাগদান পর্ব সেরেছিলেন আরমান মালিক ও আশনা শ্রফ। সেসময়ও খুশিতে ঝলমল করা কিছু ছবি পোস্ট করে আরমান লিখেছিলেন, ‘সারাজীবন একসাথে থাকার জার্নি শুরু হলো এখন থেকে।’
উল্লেখ্য, ২০০৫ সালে জিটিভি’র রিয়্যালটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে পরিচিতি পান আরমান মালিক। এরপর তিনি ১০ বছর ভারতীয় শাস্ত্রীয় সংগীত নিয়ে পড়াশোনা করেন। আরমান মালিকের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে ‘যাবতাক’, ‘বোল দো না জারা’, ‘বম বম বোলে’, ‘বেসবরিয়া’, ‘সব তেরা’, ‘তুমহে আপনা বানা লেনা’।