হোম অন্যান্যসারাদেশ বিস্ফোরণে উড়ে গিয়ে রাস্তায় পড়েন রুবেল মিয়া

অনলাইন ডেস্ক :

রাজধানীর গুলিস্তানে নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ছাড়া শতাধিক আহত হয়েছে। এরমধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অনেককে আবার প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। এর মধ্যে রুবেল মিয়া নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। তিনি বলেন আজ মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় বলেন, আমি রাস্তায় দাঁড়ানো ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে গিয়ে পড়ি।

রুবেল বলেন, তিনি পড়ে যাওয়ার পরে উদ্ধারকর্মীরা ভ্যানে করে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ১৪ জন মারা গেছে।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিস্ফোরণের ঘটনায় আমাদের এগারোটি ইউনিট সেখানে কাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অনেকে গুরুতর আহত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন