হোম জাতীয় বিস্কুটের প্রলোভনে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার

জাতীয় ডেস্ক :

ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়ায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি মো. শহিদুল ইসলামকে (৫২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুরের টঙ্গী এলাকার শহীদ আহসান উল্লাহ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। গ্রেফতার শহিদুল ইসলাম দাপুনিয়া সুহিলা পশ্চিম পাড়া এলাকার ফজলুল হক মোল্লার ছেলে।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকার দাপুনিয়ায় মো. শহিদুল ইসলাম দোকানে টিফিন কিনতে যায় ভুক্তভোগী ওই শিশু। এ সময় তাকে বিস্কুট ও চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে শহিদুল ইসলাম। পরে শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি শিশুকে ফেলে রেখে পালিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে ধর্ষণের অভিযুক্ত মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে ওই শিশুর মা বাদী হয়ে গত ২২ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে।

র‌্যাব সূত্র জানায়, মামলা তদন্তের ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ ডিসেম্বর সকাল ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন শহীদ আহসানুল্লাহ হাসপাতালের সামনে থেকে মামলার একমাত্র আসামি মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, ভুক্তভোগী শিশু প্রায়ই তার তার দোকান থেকে বিস্কুট, চিপস এবং টিফিন কিনতে আসতো। ঘটনার দিন টিফিন খাওয়ানোর লোভ দেখিয়ে শহিদুল তার দোকানের ভেতর ডেকে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করে।

র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে আসামি। গ্রেফতার শহিদুলকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন